দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে দুই জেলা প্রশাসক ও পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৭ অক্টোবর) এই চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
নারায়ণগঞ্জ ও খুলনার জেলা প্রশাসক এবং শেরপুরের নালিতাবাড়ি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও ভোলার চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
দুদক জানায়, উল্লেখিত এলাকায় নানা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। আর সেসব বিষয়ে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ জমা পড়ছে। সেসব অভিযোগ সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে দুদক। তদন্তের পর এ নিয়ে প্রতিবেদনও কমিশনে জমা দিতে বলা হয়েছে।