বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হলে সোমবার (০৪ অক্টোবর) গভীর রাতে শতাধিক পুলিশসহ অতর্কিত অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানে কাউকে আটক না করা হলেও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানায়, সোমবার রাত দুইটার দিকে শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় দুই হলের প্রত্যেক রুমে গিয়ে অনাবাসিক ও বহিরাগতদের চিহ্নিত করে প্রশাসন। তবে দীর্ঘ অভিযানে দুইজন গেস্টকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, অভিযানের আগাম তথ্য ছড়িয়ে পড়ায় আগেই হল থেকে অনাবাসিক শিক্ষার্থীরা চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কমিটির সদস্য সচিব তাবিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু, স্বাভাবিক রাখতেই গতরাতে অভিযান চালানো হয়েছে। সামনে ভর্তি পরীক্ষা, তাই হলে যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে গভীর রাতে অভিযান চালানো হয়েছে।