ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) সকালে শৈলকুপা উপজেলার গোবিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার হাট ফাজিলপুর থেকে যাত্রীবাহী একটি বাস ঝিনাইদহ শহরে যাচ্ছিলো। পথে গোবিন্দপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে ক্রসিং করার সময় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।