ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় থানা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, অনিশেষ রায়, আবু নাঈম, সোহেল রেজা বিপ্লব, ফকির মোঃ বেলায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে বেলা ১১টায় বিশাল আকারের একটি কেক কেটে দিবসটি উদযাপন করেন যুবলীগের নেতা-কর্মীরা।