২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সম্প্রতি আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে ও রহিম দাদ খান বাদশার সঞ্চালনায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান মোহসেন, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. ইলিয়াছ, মোরশেদ খান মাসুম, এনামুল হক সাজ্জাদ, যুবনেতা মো. মনির আলম, দুলাল, শাহ আলম, এম. ফয়সাল রেজা, নিজাম,মারুফ, উমায়ের, শাহজাহান মিন্টু, লিটন, ইমরান ইমু, ইকবাল বাহার, রাশেদুল কাদের মাহিম, নুর আলী ডিবল প্রমুখ। প্রধান অতিথি বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠার পর হতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ অগ্রণি ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দিনে যুবলীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। সভা শেষে একটি র্যালি ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড প্রদক্ষিণ করে। পরে কেক কাটা হয়।