পায়ুপথে করে ছয়টি স্বর্ণ বার নিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আসার ঘটনায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
চোরাচালান মামলায় দণ্ডপ্রাপ্ত জামাল ওরফে ঈসমাইলকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে চট্টগ্রাম কারাগারে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি দুবাই থেকে ছয়টি স্বর্ণ বার পেটে করে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন জামাল। তার গতিবিধি সন্দেহ হলে পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার পায়ুপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
তিনি বলেন, ওই বারগুলোর বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় করা স্বর্ণ চোরাচালান মামলায় রোববার আসামির সাজা হয়েছে।