গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কনস্টেবলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মোহাম্মদপুর থানার পুলিশ।
আসামির নাম, ফজলুল শেখ (৩৯)। তিনি ডিএমপির ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সুজানগরের দুর্গাপুর গ্রামে। বাবার নাম সোনাই শেখ।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন মজুমদার শনিবার বলেন, ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে কনস্টেবল ফজলুল শেখকে আদালতের অনুমতি নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদ করছেন। কাল রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।