নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফেরদৌস আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলম উপজেলার মোহাদিঘী গ্রামের মৃত. মফিজ উদ্দিন খানের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, ‘মঙ্গলবার সকালে ফেরদৌস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।’