কেরানীগঞ্জের চোনকুটিয়াতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট কাজ করছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ।
তিনি বলেন, ‘কেরানীগঞ্জের চোনকুটিয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। সেটা মূলত একটি প্লাস্টিক কারখানা। আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। তবে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’