বিডি ল নিউজ২৪ ডটকম ঃ আজ মঙ্গলবার ১০:১২:১৯ তারিখে বগুড়া জেলা আ্যাডভোকেটস বার সমিতির সহযোগিতায় এপেক্স ক্লাবের উদ্যোগে গহর আলী ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হলো ” WE WANT TO BE A GOOD LAWYER ” সেমিনার,
প্রথম পর্বে ক্রিমিনাল ল” এর উপরে ক্লাস নেন বগুড়া অ্যাডভোকেটস বারের সম্মানিত সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের জি গ্রুপের সদস্য বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব রেজাউল করিম মন্টু , সাবেক পিপি।
তিনি তার বক্তব্যে এজাহার, স্বাক্ষী চার্জশীট, শুরতাহাল রিপোর্ট, ময়না তদন্ত, মেডিক্যাল সার্টিফিকেট, জবানবন্দী , জেরা, সাফাই স্বাক্ষী, রাজস্বাক্ষী বিষয়ে আলোচনা করেন।
মেডিকেল জুরিসপ্রুডেন্সের উপর ক্লাস নিয়েছেন সম্মানিত LGPNP ও বগুড়ার বিশিষ্ট সার্জন এপেক্সিয়ান ডাঃ এ এইচ এম মুশিহুর রহমান
তিনি তার বক্তব্যে লাশের সুরতাহাল রিপোর্ট সুইসাইড, লাশের ধরন বুঝে বিষয় সনাক্ত করন ও অন্যান্য গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করেন যা পেশাগত কাজের জন্য অনেক সহযোগিতা করবে।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এপেক্সিয়ান অ্যাডঃ আমিরুল ইসলাম, তাকে সহযোগিতা করেন.
এপেক্সিয়ান অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা, নির্বাহী পরিচালক আলোকিত বগুড়া।
উক্ত ক্লাসে , অ্যাড, সুমন অ্যাড টুম্পা অ্যাড শাহরিয়ার অ্যাড সানোয়ার অ্যাড বিথী অ্যাড সোনালী অ্যাড ইতি অ্যাড মনি অ্যাড সমির অ্যাড ফিরোজ সহ প্রায় শতাধিক আইনজীবি এখানে অংশগ্রহন করেন।
- দুই দিন ব্যাপি সেমিনারের অদ্য সন্ধ্যা ৫.৩০ মিনিটে সমাপনি বক্তব্যের মধ্যেদিয়ে শেষ হয়।