নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে সবেদা বেগম (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখেরটেক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সবেদা সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে স্বামী সঙ্গে সবেদার ঝগড়া হয়। পরে তার স্বামী ঘর থেকে বেড়িয়ে যান। এরপর সবেদাও ঘর থেকে বেড়িয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের বালুর মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে যায়। দুপুরে পুলিশ মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।