কুষ্টিয়া সদর উপজেলায় তিনটি ইটভাটায় আজ মঙ্গলবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ড্রাম চিমনি ব্যবহারের দায়ে এগুলোর মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।