নির্বাচন কমিশন (ইসি) সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে ইসি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনস্থলে অনশনকারীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় অনশনে নেতৃত্বে থাকা জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে ছিলেন তারা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। তার আগে মঙ্গলবার, বুধবারও একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলো ঢাবি’র শিক্ষার্থীরা।