সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর দুই কান কেটে দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
আহত খাদিজা খাতুন উপজেলার রাঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার কলারোয়া থানায় তিনজনের নামে অভিযোগ দেয়া হয়েছে।
চিকিৎসাধীন খাদিজা জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার সময় তার শিশু মেয়ে মিমের সঙ্গে প্রতিবেশী মলি খাতুনের ছেলে জিমের ঝগড়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন ও কুলছুম বিবি তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা দুই কান কেটে দেন। এমনকি তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নেন। বাঁচাতে এলে তার ছেলে ইমনকেও এলোপাতাড়ি মারধর করেন তারা।
কলারোয়া থানার এসআই রাজ কিশোর পাল জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আহত গৃহবধূর ভাই ডা. আব্দুল জলিল। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।