কিশোরগঞ্জ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে, সকালে একই উপজেলার খিরনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- একই এলাকার দুলাল মিয়া (৩৫) ও সুমন মিয়া (২৬)।
কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদে সকালে খিরনাল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৮২ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাঁজা এবং নগদ টাকা জব্দ করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।