রোববার (২৫ আগস্ট) থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রায়হান কুদ্দুস জানান, জেলার শিবগঞ্জ উপজেলায় আবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং এর আগে নিবন্ধিত হতে পারেননি বা যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৪ অথবা এর আগে তারা নিবন্ধিত হতে পারবেন।
তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদে গেলে যারা নিবন্ধিত হবেন তাদের জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিবন্ধিত হতে পারবেন।
শনিবার শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের একদিনের প্রশিক্ষণ শেষ হয়।