প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। ১ ফেব্রুয়ারি শনিবার নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। এছাড়া ভোট দেয়া শেষেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই বৈঠকে মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি।
নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।
সকালে তিনি বলেন, ভোটের পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন। সকাল বেলা ভোটারের উপস্থিতি কম ছিল। তবে আস্তে আস্তে উপস্থিতি বাড়বে।
ভোটকেন্দ্রে কোন ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা ও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ভাবে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে এবং কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও সংঘর্ষ, সহিংসতার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।
এজেন্ট বের করা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, এরকম কিছু ঘটলে তারা সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, পেলিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযোগ জানাতে হবে।