ময়মনসিংহের ভালুকা উপজেলায় মামুন রানা (১৯) নামে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি বাজারের ডোবালিয়াপাড়া থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানায় র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুটি সিমকার্ড ও ৪৮ পাতা ফেসবুকের স্ক্রিনশট প্রিন্ট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১৪ জানতে পারে ডোবালিয়াপাড়ার একটি প্রশ্ন ফাঁসকারী চক্র আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও ফাঁস করার পরিকল্পনা করছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত মধ্যরাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য মামুন রানাকে আটক করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভালুকা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।