জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। কখনো কখনো স্পিনারদের জন্যও বাড়িয়ে দেয় সহায়তার হাত। তবে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের মাঠটির উইকেটের চরিত্র বদলে যেতে পারে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় উইকেটে ঘাসের প্রলেপ রাখার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি’র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার সেই ইঙ্গিত দিলেন। সংবাদমাধ্যমকে বিসিবির প্রভাবশালী এই কর্তা বলেন, ‘দেশের মাটিতে যখন খেলা, আমরা তো অবশ্যই চাইব সেই সুবিধা কাজে লাগাতে। ট্রু উইকেটে খেলার পরিকল্পনা আছে আমাদের। উইকেটে যেন ঘাস থাকে, পেসাররা যেন একটু সুবিধা পায়, তেমন উইকেটে আমরা খেলতে চাই।’
শেষ তিন বছরে সাধারণত স্পিনিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা গেছে বাংলাদেশকে। টেস্টে নবীন হলেও আফগানদের বিপক্ষে সেই পথে হাঁটলে ভয় থাকছে। কেননা সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান তাদের দলে। আছেন আরেক লেগ স্পিনার কায়েস আহমেদ। অভিজ্ঞ মোহাম্মদ নবীও রয়েছেন। স্পিন ট্র্যাক উইকেটে তাই উল্টো বিপদে পড়ার ভয় থাকছে।
তবে সবুজ উইকেটে আসল কাজটা করতে হবে পেসারদের। এই জায়গাটাতেও সাম্প্রতিক অতীত শঙ্কার কথা বলছে। বিশ্বকাপে মোটেও ভালো করতে পারেনি পেসাররা।
আফগানিস্তান এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় তারা। এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্ট ম্যাচটি খেলার অপেক্ষায় আফগানরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর।
বাংলাদেশ নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করবে। তার আগে একমাত্র ম্যাচের এই সিরিজকে টাইগাররা নিচ্ছে প্রস্তুতি হিসেবে।