গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে আলম সরদার (৪৬) নামে এক শ্রবণ প্রতিবন্ধী মারা গেছেন।
রোববার রাত ১১টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের কাশিয়ানী উপজেলার তিলছাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম তিলছড়া গ্রামের মৃত একরাম সরদারের ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, শ্রবণ প্রতিবন্ধী আলম বাড়ির পাশের ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।