প্রশ্ন: এক ব্যক্তির স্ত্রী ৮ মাসের গর্ভবতী। এমতাবস্থায় তার স্বামী কথা প্রসঙ্গে তার স্ত্রীকে তিন তালাকে বাইন দিয়েছে। এ অবস্থায় তাদের শরীয়ত অনুযায়ী করণীয় কী?
উত্তর: বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তির স্ত্রীর ওপর তিন তালাক পতিত হবে। উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। সুতরাং গর্ভবতী স্ত্রীর বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার খোরপোষ এবং মোহরানা দাবি বাকি থাকলে তা পরিশোধ করে দেয়া ওই ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। শরয়ী হালালা ব্যতীত উক্ত স্ত্রীকে দ্বিতীয়বার গ্রহণ করার আর কোনো পথ নেই। (ফাতাওয়ায়ে শামী: ৩/২৫১, ফাতাওয়ায়ে আলমগীরী: ১/৩৪৯, বাদায়েউস সানায়ে: ৩/১৮৭)।