কুমিল্লায় সুদের টাকা না পেয়ে নজির আহাম্মদ নামের এক কৃষকের বসত ঘরে তালা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার জাহাঙ্গীর আলম নামে ওই প্রভাবশালীকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই অসহায় পরিবার অন্য জায়গায় বসবাস করছে।
জানা গেছে, নজির আহাম্মদ নুরপুর গ্রামের আলী মিয়ার ছেলে। শনিবার ওই কৃষক বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহাম্মদ জানান, ১০ মাস পূর্বে একই গ্রামের আলী হোসেনের ছেলে প্রভাবশালী জাহাঙ্গীর আলম থেকে সুদে এক লাখ টাকা ঋন নেন। শর্ত অনুযায়ী প্রতি মাসে সুদের টাকা দিয়ে আসছেন। এভাবে ওই কৃষক আট মাসে ৪০ হাজার টাকা সুদ দিয়েছেন।
গত দুই মাসে সুদের টাকা দিতে না পেরে ওই প্রভাবশালীর কাছে কিছুদিন সময় চান নজির আহাম্মদ। কিন্তু ওই প্রভাবশালী কিছুতেই রাজি না হয়ে গত বৃহস্পতিবার তার পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেন।
এদিকে নজির আহাম্মদের বাড়িতে তালা দেয়ার কারণে শীতের দিনে পরিবার-পরিজন নিয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, টাকা না পেয়ে ঘরে তালা মেরেছি। এদিকে নজির আহাম্মদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।