সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত ও একজন গুরুতর আহতের ঘটনায় বিচার না পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিহতের সহপাঠি ও এলাকাবাসী। এ সময় বিক্ষুদ্ধ জনতা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে।
জানা গেছে, গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার তালগাছি এস এ মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামের রেজাউল করিম সাহেব আলীর ছেলে আরিফ (১৪) তার দুই বন্ধু সুমন (১৪) সুজনকে (১৫) সাথে নিয়ে শাহজাদপুর সদরে আসার সময় ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের দুর্গাদহ কালী মন্দিরের সামনে বাসচাপায় নিহত হয়। এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও বাস মালিক আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ না করায় নিহত আরিফ ও সুমনের সহপাঠি ও এস এ মডেল স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়া ক্ষুদ্ধ হয়ে আজ রবিবার মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুর করে।
খবর পেয়ে শাহজাদপুরের মোটর শ্রমিকদের আশ্বাসের পর বিক্ষুদ্ধ ছাত্র ও এলাকাবাসী বাসটিকে ছেড়ে দেয়।