Breaking News
Home / তথ্যপ্রযুক্তি / এলজির জি৫ স্মার্টফোন আসছে ফেব্রুয়ারিতে

এলজির জি৫ স্মার্টফোন আসছে ফেব্রুয়ারিতে

এই ফেব্রুয়ারিতে বাজারে আসছে বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির নতুন স্মার্টফোন। এলজি এক ঘোষণায় জানিয়েছে, জি সিরিজের সফল বাজারজাতের অংশ হিসেবে জি-৫ মডেলের এই নতুন স্মার্টফোনটি বিশ্ববাজারে অবমুক্ত হচ্ছে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে।

অবশ্য এ বছরের শুরুতে এলজি ঘোষণা দিয়েছিল, জি-৪ মডেলের স্মার্টফোনের সফলতার পর, তারা বের করতে চলেছে জি-৫ স্মার্টফোনটি। তবে সেটা কবে নাগাদ বাজারে আসতে পারে তখন তা স্পস্ট করে বলেননি তারা। এলজি জানিয়েছে জি-৫ মডেলের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে, ৫ দশমিক ৬ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। যেটি তার আগের মডেলে স্মার্টফোন জি৪ থেকে ০.১ ইঞ্চি বড়।

এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪কে রেজুলেশন দেবে আগের থেকে আরো বেশি স্বচ্ছ ও কালারফুল ছবির নিশ্চয়তা। এর ভেতরের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। রয়েছে ২১ মেগাপিক্সেলের অত্যাধুনিক অটো ফোকাস ক্যামেরা। এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

About admin

Check Also

যে অ্যাপগুলি ডাউনলোডে ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য

স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি যেগুলো অনেকাংশে কম্পিউটারের চাহিদা মেটায়। তবে তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com